সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

চুয়াডাঙ্গায় বিএডিসির সার বীজ ডিলাদের মতবিনিময় 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় বিএডিসির সার বীজ ডিলাদের মতবিনিময় 

চুয়াডাঙ্গায় বিএডিসির সার-বীজ ডিলাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুলাই) চুয়াডাঙ্গা জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর কার্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা। সভার শুরুতে বীজ ডিলারদের সাথে বীজের প্রাপ্যতা নিয়ে আলোচনা করা হয়। কৃষকরা যেন তাদের পর্যাপ্ত বীজ পায় সে বিষয়ে করণীয় কি সেটি নিয়েও বিশদ আলোচনা হয়। 

জেলার সকল উপজেলায় যেন বীজ সার মজুত করে কোন ডিলার যেন কৃষকদের ভোগান্তি না বাড়ায়। সার বীজের দাম  সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করতে হবে। সরকারি নির্দেশনা মেনে বীজ ডিলারদের কাজ করতে হবে। বীজের মান ভালো করতে হবে কৃষকদের স্বার্থে। 

এসময় সভায় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসার আফরিন বিনতে আজিজ, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, জীবননগর উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, চুয়াডাঙ্গা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের কৃষি প্রৌকশলী আনোয়ার হোসেন পালোয়ান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহীন রাব্বি, জেলা বিএডিসির সার বীজ ডিলার সমিতির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফরিদ হোসেন প্রমুখ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলার সকল বীজ ডিলার ব্যবসায়ীরা।  

টিএইচ